QuoteOriginally Posted by HasanXM View Post
অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে। প্রাইস একটু বেড়ে গেলেই তারা মনে করে যে এটা আবার কমবে, তখন সেল ট্রেড দিয়ে বসে। এভাবে ট্রেড করলে আজীবনই লস খাবেন। মার্কেট অ্যানালাইসিস করতে চেষ্টা করুন। বিডিপিপস ফরেক্স স্কুলের ইন্ডিকেটর সেকশনে দেখুন কিছু বেসিক ইন্ডিকেটর সম্পর্কে দেয়া আছে। এগুলো এবং সাথে অন্য ইন্ডিকেটর নিয়ে গবেষনা করুন। টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করুন। আস্তে আস্তে সব কিছুই আপনার কাছে সহজ হয়ে যাবে।
উদ্দেশ্যবিহীন ট্রেড করলে ফরেক্স মার্কেটৈ টিকে থাকা সম্ভব নয় এবং লস করে যেতে হবে প্রতিনিয়ত। আমাদের প্রত্যেকেরই ফরেক্স ট্রেডিং করার উদ্দেশ্য একটাই এখান থেকে প্রফিট করা। আর প্রফিট করতে হলে অবশ্যই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হবে। তার জন্য আমাদের বিশেষ কিছু কৌশল অবলম্বন করা উচিত। ফরেক্স ট্রেডিংয়ে যে যতো বেশি কৌশলী সে ততো বেশি সফল। তার জন্য আমাদের মানি ম্যানেজমেন্ট করে তথা মূলধন ঠিক রেখে ট্রেডিং করতে হবে। মূলধন ঠিক থাকলে আপনি ট্রেড করার অনেক সুযোগ পাবেন। একটি ভুল ট্রেডে এন্ট্রি নিয়ে লস করার থেকে প্রফিট বিহীন থাকা অনেক ভালো। প্রতিনিয়তত ট্রেডিং চর্চা করতে হবে। প্রথমে ডেমো ট্রেডিং এ অনুশীলন করে ফরেক্স দক্ষতা বৃদ্ধি করার পরে রিয়েল একাউন্টে ট্রেড করতে হবে। প্রচুর স্টাডি করতে হবে এবং মার্কেট এনালাইসিস করতে হবে।

ফরেক্সে এসে প্রথমেই লাভ করার চিন্তা করলে আপনি ভুল করবেন, প্রথমে ফরেক্সে টিকে থাকা বা সাসটেইন করার লড়াইয়ে জিততে হবে। ফরেক্মে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে অনেক স্টাডি করতে হবে, ফরেক্মের ব্যপারে ইউটিউবে অনেক ভিডিও ও টিউটোরিয়াল আছে সেগুলো দেখে আপনার জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করতে হবে। এই কৌশল গুলো রপ্ত করতে পারলে ফরেক্স মার্কেটে টিকে থাকা এবং প্রফিট অর্জন করা সম্ভব বলে আমি মনে করি।