ফরেক্সে মার্কেট মুভমেন্ট বলতে বোঝায় মার্কেটের গতিবিধি। এখানে মার্কেট স্থির নয়। এটা গতিশিল মার্কেট। প্রতি মূহুর্তেই মার্কেট উপরে যাচ্ছে অথবা নিচে নামছে। এটাই মার্কেট মুভমেন্ট। ফরেক্সে ট্রেড করতে হলে এই মার্কেট মুভমেন্ট সম্পর্কে ধারনা রাখতে হবে। আসলে এই ব্যবসাতে মার্কেট মুভমেন্ট বলতে মার্কেটের সঠিক গতিবিধি ফলো করা বা পর্যবেক্ষণ করাকে বোঝায়। এবং এখানে আমরা সকল ট্রেডারগণ যখন কোন একটা ট্রেডিং এর জন্য প্রস্তুতি গ্রহণ করি, তখন সর্ব প্রথম আমরা সাধারণত আগে মার্কেটের ট্রেডটাকে অভজারবেশন করে, মার্কেটের ফোর্জ অনুমান করে, মার্কেটের মুভমেন্ট কি হবে সেটা নির্ধারন করি। এটাকেই ফরেক্স বিজনেজে মার্কেট মুভমেন্ট বলা হয়।