পজিশন ট্রেড হচ্ছে আসলে মার্কেট সেন্টিমেন্ট ভালো ভাবে দেখে বুঝে সঠিক পজিশন অনুযায়ী ট্রেড করা৷ট্রেড করার পূর্বেই আপনাকে এনালাইসিস করে বুঝতে হবে মার্কেট প্রাইস কোনো সাপোর্ট লেভেলে আছে কী না যদি থাকে তাহলে অবশ্যই প্রাইস ডিমান্ড পজিশনে আছে নিশ্চিত হতে হবে এবং আপনাকে Buy করতে হবে৷আর মার্কেট প্রাইস কোনো রেসিসট্যান্স লেভেলে যদি থাকে তাহলে অবশ্যই প্রাইস সাপ্লাই পজিশনে আছে নিশ্চিত হতে হবে এবং তখন আপনাকে Sell করতে হবে৷এই ভাবে পজিশন বুঝে ট্রেড করাকেই আমরা পজিশন ট্রেডিং বলি৷সহজ কথায় মার্কেট কোন পজিশনে আছে তা বুঝে শুনে ট্রেড করাকেই পজিশন ট্রেডিং বলে। ফরেক্স মার্কেটে নির্দিষ্ট কিছু লেভেল আছে যা সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল নামে পরিচিত। এগুলোকে আবার সাপ্লাই জোন বা ডিমান্ড জোনও বলে থাকে। ট্রেড করার আগে আমরা যখন মার্কেট এনালাইসিস করি তখন বুঝতে পারি মার্কেট সাপোর্ট লেভেলে আছে নাকি রেজিস্ট্যান্স লেভেলে আছে। যদি রেজিস্ট্যান্স লেভেলে থাকে তাহলে আমরা সেল এবং সাপোর্ট লেভেলে থাকলে আমরা বাই এন্ট্রি নিয়ে থাকি। এভাবে মার্কেটের পজিশন বুঝে এন্ট্রি নেওয়াকেই পজিশন ট্রেডিং বলা হয়।