কানুন সকল কাজের মূল প্রতিপাদ্য বিষয়। নিয়ম কানুন ছাড়া কোন কাজ করা বা তাতে ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয়। ফরেক্স করতে অবশ্যই আগে নিয়ম মেনে চলতে হবে। মার্কেট এনালাইসিস করা,ষ্টপ লস ব্যবহার করা,আবেগকে নিয়ন্ত্রণ করা, লোভ থেকে নিজেকে বিরত রাখা, অধিক লটে ট্রেড না করা ইত্যাদি। এসকল বিষয় সম্পর্কে জেনে বুঝে তারপর ট্রেড করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে।স্ট্র্যাটেজ থাকবে সেগুলো। তবে সাধারণ যে বিষয় গুলো অবশ্যই লক্ষনীয় সেগুলো হোল ১। ট্রেন্ড ২। সাপোর্ট এন্ড রেজিষ্ট্যান্স ৩। ক্যান্ডেলস্টীক কোন ফর্মে আছে ইত্যাদি। অবশ্য যারা ইন্ডিকেটর ব্যবহার করেন তাদের কথা আলাদা কারন তাদের ক্যান্ডেলস্টীক না চিনলেও হয়। তবে কোন ইন্ডিকেটর ব্যবহারকারী যদি ক্যান্ডেলস্টীক চিনতে পারেন তাহলে তার সিস্টেম হলো অন্তত ৮০% ফুলপ্রূফ।