দেখা যায় অনেক সময় অতিরিক্ত কোন মুদ্রার মুল্য বেড়ে যায় আবার কখনও অতিরিক্ত কমে যায়। আপনি যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে সক্ষম হন তাহলেই বুজতে পারবেন কখন মুদ্রার মুল্য বাড়তে পারে আর কখন কমতে পারে। এটা আসলে নির্ভর করে একটি দেশের অর্থনৈতিক অবস্থার ওপর। আপনি যে মুদ্রা নিয়ে ট্রেড করতে চান দেখা গেল ওই মুদ্রার মুল্য অতিরিক্ত কমে গেল বা বেড়ে গেল এই ক্ষেত্রে এনালাইসিস অনুযায়ী যদি মনে করেন বাজার আর এর বেশি নামবে না বা বাড়বে না তাহলে আপনি লং ট্রেড করুন। এতে বাজার লাভে গেলে আপনি বড় একটা এমাউন্ট প্রফিট করতে পারবেন। যাদের মুলধন কম তারা এভাবে ট্রেড করলে অল্প পুজিতে বেশি প্রফিট করতে পারবেন। তবে মানি ম্যানেজমেন্ট মেনে ও সঠিকভাবে বাজার এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে। যাদের মুলধন বেশি কিন্তু তারা অল্প সময়ের জন্য ট্রেড করতে চান তারা তারা শর্ট ট্রে করতে পারেন। আবার অনেকে আছেন তাদের ফরেক্সে ট্রেড করার জন্য সময় খুব কম থাকে। তাদের জন্য লং ট্রেডটা বেস্ট বলে আমি মনে করি। তবে আমি শর্ট টাইমে থেকে লং টাইমে ট্রেড করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি কারণ আমি মনে করি লং টাইম এ ট্রেড করে প্রফিট লাভ করতে একটু সময় লাগলেও কম ঝুঁকিতে অনেক ভাল প্রফিট লাভ করা সম্ভব। অন্যদিকে শর্ট টাইমে ট্রেড করতে হলে আমি মনে করি অনেক বেশি ট্রেডিং অভিজ্ঞতা থাকার কোন বিকল্প নেই কারণ শর্ট টাইম ট্রেডিং কে স্ক্যাল্পিং ও বলা হয়ে থাকে আর স্ক্যাল্পিং মানে অল্প সময়ের ব্যবধানে অনেক বেশি লাভ অথবা লস আর লস এর সম্ভাবনাকে সর্বনিম্ন করতে হলে অনেক বেশি ফরেক্স ট্রেডিং এর অভিজ্ঞতা এবং দক্ষতার কোন বিকল্প নাই।