ফরেক্স এর পিপস হল: কোন কারেন্সি বা পেয়ারের দশমিক এর চার ঘরের সংখাকে বোঝায়। চার সংখার এক একক কে পিপস বলে। যেমন ১.১২৩৪। আর পিপেটিস হল এর বহুবচন যেমন: ১.১২৩৪ হতে মার্কেট ১.১২৪৪ হয়েছে। তার মানে আজ ১০ পিপস মুভমেন্ট করেছে। আর এই ১০ পিপস মুভকে পিপেটিস বলে।প্রত্যেক কারেন্সি পেয়ারের একক সংখ্যাই হচ্ছে পিপস আর এই মার্কেটে পিপস এর উপর নির্ভর করেই প্রত্যেক ট্রেডার ট্রেড করে থাকে। আসলে আমরা যখন ফরেক্স মার্কেটে এ্যাকাউন্ট খুলি তখন আমরা দেখি দশমিকের পর চতুর্থ ও পঞ্চম সংখ্যার একটি অপশন থাকে আর এ দুটোর মধ্যে সংখ্যা আমাদের নির্ধারণ করে নিতে হয়। মূলত চতুর্থ সংখ্যাটি হচ্ছে পিপস এবং পঞ্চম সংখ্যাটি হচ্ছে পিপেটিস। অর্থ্যাৎ ১ পিপস হতে ১০ পিপেটিস লাগে।