অতি লোভে তাতি নষ্ট।ফরেক্স মাকেটে লাভের লোভে জিরো হওয়ায়া বোকামি আরকি।লোভ মানুষের বৈশিষ্ট তবে বেশি লোভ কোথায় ভাল না লোভ ব্যাতার কারন।তাই আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলব যে প্রত্যেকটি ট্রেড ওপেন করার পূর্বে আমাদের মানসিকভাবে ধৈর্যধারণ করতে হবে আর ট্রেডে কতটুকু লাভ করা যাবে সেই দিকে মনোযোগী না হয়ে ট্রেডটি সফল করার জন্য কি কি করণীয় তার দিকে মনোযোগী হতে হবে । লোভ করতে গেলে নিজের আবেগ নিয়ন্ত্রণে থাকে না। যখন নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না তখন যে কোন দূর্ঘটনা ঘটতে পারে। এজন্য একটু লোভ না থাকলেও যেমন ঐ কাজে আকর্ষণ থাকে না। তবে সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে।