অন্যান্যট্রেডিং চার্টের তুলনায় জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্ট সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেছে তার কিছু অদ্বিতীয় সুবিধার জন্য। আপনি জানেন কি ক্যান্ডেলস্টিক চার্টের ক্যান্ডেলগুলো কথা বলতে পারে? সত্যিই ক্যান্ডেলগুলো কথা বলে কিন্তু আমরা তা শুনতে পাইনা। প্রত্যেকটা ক্যান্ডেল তার ভাষায় বলে দেয় মার্কেট পরবর্তীতে কোন দিকে যাবে। আমরা শুনতে না পারলেও আমরা ক্যান্ডলকে পড়তে পারবো। তার জন্য আগে আমাদের ক্যান্ডেল পড়া শিখতে হবে। ছোটকালে আমরা যেভাবে অ, আ পড়ে আজ বই পড়া শিখেছি ঠিক তেমনিভাবে আমাদের ক্যান্ডেল চার্ট পড়া শিখতে হবে। ক্যান্ডেলস্টিক চার্টার প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে বাজারের একটা করে গল্প লোকায়িত থাকে। আমাদের সেই গল্প পরে ট্রেডিং সিদ্ধান্ত নিতে হবে। নিচে কিছু ক্যান্ডেলস্টিক চার্টের কিছু সুবিধা উল্যেখ করা হলো-
১। যদিও ক্যান্ডেলস্টিক চার্ট বার চার্টের মতই একই প্রাইস প্রদর্শন করে তবে ক্যান্ডেলস্টিক চার্ট প্রাইস অ্যাকশন সম্পর্কে আরো বিস্তারিত এবং সঠিক তথ্য প্রদান করে থাকে।
২। একটা নির্দিষ্ট সময়ে কোনো মার্কেটে বুলস এবং বিয়ারের মধ্যকার লড়াইয়ে কে বিজয়ী হলো তা সাপ্লাই এবং ডিমান্ডরূপে চাক্ষুষভাবে প্রদর্শন করে ক্যান্ডেলস্টিক চার্ট।
৩। ক্যান্ডেলস্টিক চার্টের প্রত্যেকটা ক্যান্ডল মার্কেটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করে এবং আমরা একটা ক্যান্ডল দেখে বোজতে পারি পরবর্তী ক্যান্ডেলটিতে কি ঘটতে যাচ্ছে।
৪। যে ক্যান্ডেলগুলো প্রাইস অ্যাকশন সিগন্যাল দিয়ে থাকে তা চার্টে সহজেই সনাক্ত করা যায়।
চার্টে একটা ক্যান্ডল দেখেই আমরা বোঝতে পারি মার্কেটের ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস, সর্বোচ্চ প্রাইস, সর্বনিম্ন প্রাইস।

ক্যান্ডেলস্টিক চার্টগুলি স্ট্যান্ডার্ড বার চার্টের তুলনায় প্রাইস একশনের আরও সুস্পষ্ট চিত্র সরবরাহ করে। প্রাইস অ্যাকশন সিগন্যালে ট্রেড করার জন্য আপনাকে চার্টার সকল ক্যান্ডলকে চিনতে ও বোজতে হবেনা। শুধুমাত্র তিন থেকে চারটি ক্যান্ডেলস্টিক সিগন্যাল যদি আমরা বোজতে পারি তবেই আমরা সহজভাবে ট্রেড করতে পারবো।

আরো বিস্তারিত জানতে ঘুরে আসুন আমাদের ফরেক্স ট্রেডিং শিখানোর ওয়েবসাইট www.instaforexbd.com