আপনি ঠিকই বলেছেন আসলে আমারও এমনই মনে হয় । ফরেক্স মার্কেট যখন দেখতে থাকি তখন শুধু ট্রেড করতে মন চায় । আর আসলে এটা সত্যি কথা আপনি ফরেক্স মার্কেট এ যত সময় দিবেন আপনার ততই ট্রেড করতে মন চাইবে। তাই আমি মনে করি ট্রেড করার পর চার্টের সামনে বেশিখন আর না থাকাই ভালো। কারণ চার্টের সামনে থেকে যদি আপনি দেখেন আপনার লস হচ্ছে তখন আর ট্রেড কাটতে ইচ্ছে করবে না আবার লাভ হলেও মনে হয় আরও একটু হোক ।