টেকনিক্যাল এনালাইসিস সকল ট্রেডারের কাছে খুবই জনপ্রিয়।তাই টেকনিক্যাল এনালাইসিস কি ভাবে করতে হবে এই সম্পর্কে জ্ঞান অর্জন করে তার পর মার্কেটে কাজ করতে হবে।সব থেকে আগে যে জিনিসটা জানা দরকার তা হলো ক্যান্ডেল স্টিক চার্ট।প্রতিটি ক্যান্ডেল স্টিক চার্ট ভাল করে বিশ্লেষণ করতে হবে এবং পাশা পাশি কিছু ইন্ডিকেটর আছে সেই গুলো ব্যাবহারের নিয়ম জানতে হবে।তবে টেকনিক্যাল এনালাইসিসের ভিতর ema এবং sma এই দুইটার সুত্র ব্যবহার করে মার্কেটে সেই ভাবে এপ্লাই করলে ভাল ফলাফল আশা করা যাবে।ফরেক্স ট্রেডার ভাইদের কাছে থেকে শুনতে পেলাম নতুন দের জন্য টেকনিক্যাল এনালাইসিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু টেকনিক্যাল এনালাইসিস কি ভাবে করা হয় আমি সেটা বুঝি না। কেউ কি দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলবেন।