যেকোনো ব্যবসায় লাভ ক্ষতি উভয়ই আছে।ফরেক্সে যে শুধু লাভ তা নয় আবার শুধু ক্ষতি তাও নয়।ফরেক্স অবশ্যই আয়ের উৎস। ফরেক্সের সকল নিউজ আয়োত্ত করতে হবে।বুদ্ধিমত্তার সাথে ট্রেড করতে হবে।ক্ষতি অবশ্যই হবে তবে তা চিরস্থায়ী হবে না।নিজেকে লোভ থেকে দূরে রাখতে হবে।ধৈর্য ধারণ করতে হবে।তবেই তো ফরেক্স থেকে উপার্জন করা সম্ভব হবে।আসলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে, ব্যবসা মানেই যে শুধু সব সময় প্রফিটে থাকবেন বা শুধুমাত্র সব-সময় লাভের আশাই করে যাবেন, এমনটা নয, হতে পারেনা। লসও হলো ব্যবসার একটা অংশ। এটা আমাদের সকলকেই পরিষ্কারভাবে মেনে চলতে হবে, মেনে নিতে হবে। হ্যাঁ তবে চেষ্টা করতে হবে যে, কিভাবে বেশিরভাগ সময় প্রফিটে থাকা যায়।