মেয়েদের জন্য ফরেক্স পেশা হিসেবে অনেক ভালো বলে আমি মনে করি.কারণ বাংলাদেশে মেয়েদের প্রতিষ্ঠান কেন্দ্রিক পেশাগুলো করা অনেকটা চ্যালেঞ্জিং.কিন্ত যদি পেশা হয়ে থাকে ফরেক্স এর মত তবে মেয়েরা বাসায় বসেই উপ্পার্জন করতে পারে.যা তাদের জন্য অনেক সহায়ক.আর আমাদের দেশে মেয়েদের উপর সংসারের দায়ত্ব থাকে তাই তাদের আগে সংসার সামাল দিয়ে বাকি কাজ করতে হয় সে ক্ষেত্রেও তারা ফরেক্স করতে পারে যা তার পার্ট টাইম হিসেবেও পরিচালিত করতে পারে.
বর্তমানে অনলাইন কাজের ক্ষেত্রে মেয়েরাও পিছিয়ে নেই।আর এখনকার মত প্রতিযোগিতার যুগে ফরেক্সে মেয়েদেরকেও দেখা যাচ্ছে।বিভিন্ন ফরেক্স ফোরামে মেয়ারাও কাজ করছে।আজকাল স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে কোথাও কিন্তু মেয়েরা পিছিয়ে নেই। বরং ছেলেদের তুলনায় মেয়েরাই ভাল ফলাফল করছে। সুতরাং মেয়েরা যদি একবার ফরেক্সের সন্ধান পায় তাহলেই বাজি মাত। চুপি চুপি বলছি ওরা কিন্তু আমাদেরকে ছাড়িয়ে যাবে।