ফরেক্স ট্রেড করার অন্য কারন সিগ্নালের উপর কোন সময় নিরভর করা উচিত না তই ফরেক্স করতে নিজের একটি অভিজ্ঞতা অরজন করা বা ভাল করে ফরেক্স ট্রেডিং প্লান তইরি করে ফরেক্স ট্রেড করতে হবে কখন ফরেক্স সিগ্নালের উপর নিরভর হয়া যাবে না ।সিগন্যালের উপর নির্ভর করে ট্রেড করা উচিত না কারন এটি অনেকটা অন্ধবিশ্বাসের মত কাজ কারন সিগন্যাল সব সময় যথাপোযুক্তভাবে মার্কেট ট্রেন্ড ধরতে পারে না তাই এ ব্যাপারে সকলকেই সাবধান থাকা উচিত।অনেককেই দেখা যায় টাকার বিনিময়ে সিগন্যাল কিনে থাকে। মাত্র ২৫/৩০ ডলারে পুরো মাসের সিগন্যাল। আমি বলব, যদি তার সিগন্যাল ১০০% কাজ করে থাকে। তাহলে তো সে নিজেই উক্ত সিগন্যালের উপর ভিত্তি করে ট্রেড করতে পারে। ২৫/৩০ ডলার তো তার কাছে কোন ব্যাপার না। এর চেয়েও তো বেশি তার প্রতিদিন আয় করা উচিত। কেন তাহলে সে এক মাসে ২৫/৩০ ডলারের পিছনে ঘোরে। আসলে সবই চাটুকারীতা। আসলে সে নিজেও জানেনা যে তার সিগন্যালে কতটুকু কাজ হবে। আর যদি তার সিগন্যালে সত্যিই ১০০% কাজ হত। তাহলে সে অন্যের কাছে সিগন্যাল না বিক্রি করে সারাদিন মার্কেট নিয়ে পড়ে থাকত। সব সময় নিজের থিউরির উপর ভিত্তি করে ট্রেড করা উচিত। চেষ্টা করুর নিজেই নিজর সিগন্যাল তৈরি করতে।