অনেক ট্রেডার ফরেক্স মার্কেটে জানেই না তারা আসলে কি খুজছেন। এটাও বলার অপেক্ষা রাখে না, অধিকাংশ ট্রেডারই ফরেক্স মার্কেটে ট্রেডিং কৌশল ছাড়াই ট্রেড করে। তারা মূলত জানেই না কিভাবে লক্ষ্যে পৌছাতে হয়। একজন ট্রেডারের উচিত তার ট্রেডিং এর জন্য একটি কৌশল নির্বাচন করা যে তাকে ভাল সম্ভাবনাময় ট্রেড নিতে সাহায্য করবে। তার উচিত সেই কৌশলটি ব্যবহার করার পূর্বে ভালোভাবে রপ্ত করা। কিন্তু মজার বিষয় হচ্ছে অধিকাংশ ট্রেডারই এই সাধারণ এবং সহজ কাজটি করতে পারে না। যেকোনো একটি কৌশলে পরিপক্ক না হয়ে তারা একটির পর একটি ট্রেডিং কৌশল পরিবর্তন করতে থাকেন এবং অবশেষে সবকিছুর মিশ্র ধারণা নিয়ে একধরণের জগা-খিচুড়ি বানিয়ে ফেলেন।