ফরেক্স মার্কেটে অধিকাংশ ট্রেডাররা চার্ট দেখে ট্রেড করে থাকে এইটাকে টেকনিক্যাল এনালাইসিস এর অন্তর্ভুক্ত।আপনি চার্ট দেখে এনালাইসিস করে বুঝতে পারবেন মার্কেটের পূর্বের মার্কেট প্রাইজ কেমন ছিলো এবং বর্তমানে কেমন আছে এবং ফিউচারে কেমন হতে পারে তার একটি ধারণা পাবেন।টেকনিক্যাল এনালাইসিস এর সব থেকে গুরুত্বপূর্ণ টুলস হলো ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন।অধিকাং ট্রেডার আর এই ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন এর উপর নির্ভর করে ট্রেড করে থাকে এবং তার ৯৯% সফল হয়েছে।তবে এই ক্যান্ডেল স্টিক চার্ট আপনাকে খুব ভালো ভাবে বুঝতে হবে।আপনি যখন ক্যান্ডেল স্টিক চার্ট নিয়ে এনালাইসিস করবেন তখন আপনার সামনে অনেক ধরনের ক্যান্ডেল স্টিক চার্ট আসবে এবং প্রতিটি চার্ট নিয়ে আপনাকে এনালাইসিস করে বের করতে হবে কখন কেমন ক্যান্ডেল স্টিক তৈরী হলে মার্কেট কেমন আচরণ করে।মুলত আপনি এই চার্ট দেখে পূর্বের মার্কেট প্রাইজ কেমন ছিলো এবং বর্তমানে কেমন আছে এবং ফিউচারব কেমন হতে পারে তার একটি ধারণা পাবেন।তাই এই ক্যান্ডেল স্টিক চার্ট এর গুরুত্বপূর্ণ অপরিসীম।এছাড়া আপনি বিভিন্ন চার্ট ফলো করে সাপোর্ট ও রেসিসন্ট্যাট করে এনালাসিস করে দেখে আপনি আপনার সঠিক টার্গেট করে ট্রেড করতে পারেন।