ফরেক্স আপনি পার্ট টাইম বা ফুল হিসাবে নিতে পারেন। এখানে ফরেক্স এর এটী একটা বিশেষ সুবিধা। কারন অনেকে আছেন যারা চাকরি করেন। তারা কিভাবে ফরেক্স করবে। মেটাট্রেডার এ বিভিন্ন টাইম্ফ্রেম দেওয়া আছে। আপনি আওবসর বা যেকোন সময় সেই টাইম্ফ্রেম দেখে ট্রেড নিতে পারেন।ফরেক্স মার্কেটে আপনাকে একটি নির্দিষ্ট সময় এবং আপনার স্ট্রাটেজিটাকে মেনে ট্রেড করতে হয়।এসময় আপনি আপনার যে সময় মেনে আপনার স্ট্রাটেজিটা তৈরী সেটা মেনে চলতে পারেন।আর এর ব্যাতিক্রম বা অবসর সময়ে আপনি ট্রেড করলে লস করে বসবেন।কারণ যখন তখন ফরেক্স করা যায় না।এর জন্য রয়েছে সঠিক এবং নির্ধারিত সময়।এর বাইরে আমরা যদি ট্রেড করি তাহলে ধরতে গেলে তেমন একটা প্রফিট করতে পারি না বললেই চলে।ফরেক্স মার্কেট একেক জন ট্রেডার একেক ভাবে বিবেচনা করে কেউ ফরেক্স মার্কেট পার্টটাইম জব হিসেবে আবার কেও ফুলটাইম জব হিসেবে বিবেচনা করে।তবে আমি ফরেক্স মার্কেট পার্টটাইম জব হিসেবে বেচে নিয়েছি আমি অন্যন্যা কাজের পাশাপাশি ফরেক্স মার্কেট ট্রেড করি।ফরেক্স মার্কেট কিন্তু অবসর সময়ের কাজ না এই মার্কেট আপনে যতবেশি সময় দিবেন ততবেশি অবিজ্ঞতা লাভ করতে পারবেন।