ট্রেডার ফরেক্স শেখার শুরুতেই বদ অভ্যাস গুলো অঅর্জন করতে থাকি।আমরা শুরুতে বেশি ট্রডের আশায় অনেক বেশি পিয়ারে ট্রেড করি।আপনি যদি এতদিনে একটা বা দুটো পিয়ারে ট্রেড করতেন তাহলে খুব সহজেই পিয়ারে আচরণ বুঝতে পারতেন।আর দ্রুত সফল হতে পারতেন।লোভে পরে আমরা এক সাথে অনেক গুলো বা অভার লট সাইজের ট্রেড ওপেন করি।আর এভাবেই চলতে থাকে।ভালো একটি এন্ট্রি জন্য কয়েকটি দিন অপেক্ষা করতে পারিনা।সারাদিন শুধু ট্রেড করার জন্য উৎগ্রিপ হয়ে থাকি।এ জন্য কনসলিডেশনেও ট্রেড করে ফেলি।এভাবেই ফরেক্স মার্কেটে আমরা শুরু থেকে বদ অভ্যাস গুলো গড়ে তুলি।যা পরবর্তীতে সরানো অনেক কঠিন হয়ে যায়।আসলে ভালো কোন গাইড লাইন না থাকার কারনে আমরা স্বাভাবিক ভাবেই এই বদ অভ্যাসে জরিয়ে যাই।