চলতি বছর বৈশ্বিক সেমিকন্ডাক্টর বিক্রি ১৩ শতাংশ বাড়বে। এমনই পূর্বাভাস তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি)। খবর তাইপে টাইমস।

গত সপ্তাহে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে টিএসএমসি জানায়, মেমোরি চিপ বাদে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প ১৩ শতাংশ সম্প্রসারিত হবে। ফাইভজি সেবা সম্প্রসারণ, দ্রুতগতির কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তরে মনোযোগ বৃদ্ধি এবং ইলেকট্রনিক গ্যাজেটের চাহিদার ওপর দাঁড়িয়ে বৈশ্বিক চিপ বিক্রি ১১-১৩ শতাংশ সম্প্রসারিত হবে।

বিনিয়োগকারীদের সঙ্গে এক সম্মেলনে চিপ নির্মাতা জায়ান্টটি আশা প্রকাশ করে, চলতি বছরে টিএসএমসির আয় ২৯ শতাংশ বাড়বে। বাণিজ্যিক ফাইভজি সেবার দ্রুত বিস্তারের কারণে ফাইভজি স্মার্টফোনগুলোর জীবনচক্র স্বল্পমেয়াদি হয়ে পড়ছে। গত বছর বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৬ শতাংশ বাড়লেও চলতি বছরে তা ১ থেকে ৩ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস টিএসএমসির।

টিএসএমসি বলছে, গত বছর উচ্চ সক্ষমতার কম্পিউটিং ডিভাইস বিক্রি ১০ শতাংশ বেড়েছে। চলতি বছরে তা ১ থেকে ৩ শতাংশ বাড়তে পারে। কভিড-১৯ মহামারীর ফলে ঘরে বসে অফিস ও ক্লাস বৃদ্ধিতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সার্ভার ও ডাটা সেন্টার আপগ্রেড করতে হয়েছে, যাতে উচ্চ সক্ষমতার কম্পিউটিং ডিভাইসের বিক্রি বেড়েছে।

ডিজিটাল রূপান্তরের কারণে গত বছর ইন্টারনেট অব থিংসের (আইওটি) বৈশ্বিক বিক্রি ৩০ শতাংশ বেড়েছে। স্মার্টওয়াচ, স্মার্ট হেলথ ডিভাইস ও ফ্যামিলি অটোমেশন যন্ত্রাংশের চাহিদা বৃদ্ধি এতে প্রভাব ফেলেছে বলে মনে করে টিএসএমসি। চলতি বছরে আইওটি থেকে আয় ২০ শতাংশ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

বণিক বার্তা