মূলত একটি সুন্দর ও সুশৃঙ্খল ট্রেডিং স্ট্রাটেজি আপনাকে সফলতা এনে দিতে পারে। যেই সিস্টেম বেইজ করে আপনি ট্রেড করবেন
সেটাই হলো আপনার স্ট্রাটেজি। আপনার স্ট্রাটেজি অনুযায়ী লাইভ মার্কেটে পজিশন খুজে বের করাকেই এনালাইসিস বলা হয়।
সুতরাং, সবার এনালাইসিস একরকম হবে না। স্কালপার আর ডে ট্রেডার এর এনালাইসিস এক হবে না। আবার এদের দুজনের সাথে সুইং ট্রেডারের এনালাইসিস এক হবে না। সুতরাং আপনি আপনার স্ট্রাটেজি অনুযায়ী এনালাইসিস করা শিখুন। সেটা ব্ল্যাংক চার্টে ট্রেন্ডলাইন আর ফিবনাচ্চি দিয়ে হতে পারে! আবার ইন্ডেকেটর
তথা মুভিং এভারেজ বা RSI দিয়েও হতে পারে।

তবে সর্বশেষ কথা ফরেক্স মার্কেটের সবচেয়ে শক্তিশালী এবং একুরেট সিগনাল এবং সবচেয়ে আগে প্রাইজ ফোকাস করা যায় candle
pattern strategy দিয়ে অর্থাৎ কিছু কেন্ডেলের সমন্নয় স্ট্রাটেজি। তাই যদি আপনার স্ট্রাটেজি পারফেক্ট করতে চান ফোকাস করুন candle pattern এর উপর। তার সাথে সহায়ক হতে পারে চার্ট প্যাটার্ন ও ফিবনাচ্চি।
তাই আপনার সিস্টেমের এই তিনটা মুল্যবান রত্ন এড করুন। ট্রেডিং এর কনফিডেন্স আরো হাই হবে।