এডভান্স লেভেল এ একজন ট্রেডার ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করে।যাদিয়ে সফল ভাবে ফরেক্স মার্কেটে থেকে প্রচুর ইনকাম করতে পারে।কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই লেভেলে এসেও অনেক ট্রেডার ঝরে পরে যায়।এর বেশ কয়েকটি কারন আছে।লোভ, অল্প ডিপোজিট,ধৈর্য,মানি মেনেজমেন্ট ছারা ট্রেড ও ধৈর্য্যহীনতা।এই সব কয়টি বিষয় একজন এডভান্স লেভেল এর ট্রেডারকে মার্কেটে থেকে বের করে দেয়।আমরা সচারচ একশত বা এর একটু বেশি ডলার ডিপোজিট করে ট্রেড করা শুরু করি।কিন্তু এত অল্প ডিপোজিট এ মানিমেনেজমেন্ট করে ট্রেড করলে লাভের পরিমান কম হয়।এরপাশাশি লস তো আছেই।এর ফলে আমরা লোভে পরে অতিরিক্ত লাভের আশায় অভার লটে ট্রেড ওপেন করি।মানিমেনেজমেন ট তো করিই না।এভাবে একটা দুটো ট্রেড লস হলে ব্যালেন্স রিকভারির করার জন্য ফোর্স ট্রেড করি।এভাবে একের পর এক ট্রেড লস করি।আর পরবর্তী ট্রেডে লট সাইজ বাড়িয়ে দিই।যার ফলে আমরা একাউন্ট বেশিদিন ধরে রাখতে পারি না।এভাবেই আমরা একটার পর একটা একাউন্ট্ লস করি।এর প্রতিকার হলো আপনি একটি নির্দিষ্ট নিয়ম মেনে আপনার স্ট্র্যাটেজি দ্বারা ট্রেড করুন।লস করলে স্বাভাবিক ভাবেই মেনে নিন এবং লস রিকভারির কারার জন্য ফোর্স ট্রেড বা লট সাইজ বাড়িয়ে দিয়ে কখনোই ট্রেড ওপেন করবেন না।