ফরেক্স মার্কেট এ সবে থেকে বেশি ট্রেড হয় eur/usd পেয়ার এ আমি ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার কে দেখছি তারা শুধু এই একটা পেয়ার এ ট্রেড করে অনেক বেশি লাভ করছে তারা ফরেক্স মার্কেট এ অন্য পেয়ার এ ট্রেড করে না তাই আপনার কাছে যদি এমন ট্রেডিং সিস্টেম থাকে যে ট্রেডিং eur/usd এ অনেক ভাল কাজ করে এমন ট্রেডিং সিস্টেম এ ট্রেড করলে অনেক বেশি লাভ করতে পারবেন এই একটা পেয়ার থেকে শেয়ার মার্কেটের নিয়ম হচ্ছে যেকোনো শেয়ারের মূল্য সে দেশের মূদ্রার বিপরীতে নির্ধারিত হবে। যেমন, আমাদের দেশের শেয়ার মার্কেটে কোনো শেয়ারের মূল্য টাকায় নির্ধারিত হয়। কিন্তু ফরেক্স মার্কেটে এভাবে কোন দেশের মূদ্রা বা কারেন্সির মান নির্ধারণ অসম্ভব। শুধু ইউরো বা ডলারের কোন মূল্য থাকতে পারে না। যেমনঃ ১ ডলার দিয়ে ৭৩বাংলাদেশী টাকা পাওয়া যায়। এবার ১ ডলার দিয়ে মাত্র ০.৭০ ইউরো অথবা ০.৯৩ অস্ট্রেলিয়ান ডলার পাওয়া সম্ভব। আবার যদি জাপানিজ ইয়েনের কথা ধরি, তাহলে ১ ডলার দিয়ে আপনি ৮০ ইয়েন পাবেন। তাহলে, ডলারের মূল্য আসলে কোনটি? বিভিন্ন দেশের মানুষই তো ফরেক্স মার্কেটে ট্রেড করে, কোন দামে তারা ডলার কিনবে? এই জন্যই ফরেক্স মার্কেটে সবকিছু কারেন্সি পেয়ারের মাধ্যমে ট্রেড হয়। যেমন ধরুন, EUR/USD একটি কারেন্সি পেয়ার।বর্তমানে 1EUR/USD=1.4434
এর মানে হচ্ছে ১ ইউরো দিয়ে আপনি ১.৪৪৩৪ ডলার পাবেন, বা এটাকেও আমরা USD= United States Dollar বা আমেরিকান ডলার বলে থাকি। সহজ করে বললে, যেটাকে আমরা ডলার বলে চিনি।