ফরেক্স ট্রেডিং ব্যবসা শেখার জন্য আমি মনে করি কোন ধরনের পেইড কোর্স করা উচিত নয় প্রথমদিকে । শুরুতে ইউটিউব ভিডিও দেখে বিভিন্ন ফোরামের পোস্টগুলো পড়ে নিজে নিজে ফরেক্স ট্রেডিং শেখার চেষ্টা করা উচিত । কোনো কিছু বুঝতে না পারলে বা কোন ধরনের সমস্যায় উপনীত হলে অভিজ্ঞদের কাছে প্রশ্ন করা উচিত । ফরেক সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিজের মধ্যে তৈরি করার পরে ডেমো ট্রেডিং এ মনোনিবেশ করা উচিত । এরপরে নিজে নিজে কিছু এনালাইসিস করে পরীক্ষা করা উচিত ডেমো একাউন্টের মাধ্যমে। ফরেস্ট ট্রেডিং সম্পর্কে এডভান্স ধারণা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের এনালাইসিস সম্পর্কে পেইড কিছু কোর্স পাওয়া যায় । তখন নিজের দক্ষতা বাড়ানোর জন্য সেই সকল এনালাইসিস কোর্সগুলো করা যেতে পারে। কিন্তু প্রথম দিকেই লোভে না পড়ে কারো কথায় প্রলব্ধ না হয়ে নিজে নিজে শেখার চেষ্টা করা উচিত । বিশেষ করে বাংলাদেশি কোন ট্রেডার এর কোর্স নেওয়ার আগে যাচাই বাছাই করে ট্রেডিং থেকে তার প্রাপ্য লাভ লসের রেসিওর প্রমাণ সাপেক্ষে কোর্স করা যেতে পারে । ফরেক্স মার্কেটে একটু সময় দিয়ে শেখার চেষ্ঠা করলে নিজে নিজেই দক্ষ হওয়া যায় ।