এম এ সি ডি আসলে মুভিং অ্যাভারেজ এর নির্যাস। আমরা আখ সাধারণত চিবিয়ে খাই। কিন্তু অনেকেই আবার আখ থেকে রস বের করে গ্লাসে করে খান। আবার অনেকে এই রসের সাথে অতিরিক্ত স্বাদের জন্য লেবুর পাতা মিশ্রণ করেন। এটা নির্ভর করে যার যার রুচিবোধের উপর। এবার আসি এম এ সি ডি এর পিরিয়ডের উপর। সাধারণত ইন্ডিকেটরগুলোতে যে ডিফল্ট সেটিং দেয়া থাকে ওই সেটিং এই ইন্ডিকেটর ভালো কাজ করে। তবে হ্যাঁ আমরা আমাদের চাহিদা মোতাবে ক সেটিং পরিবর্তন করে নিতে পারি। তবে এ ক্ষেত্রে ে ওই ইন্ডিকেটরের উপর আমাদের বিশদ ধারণা থাকতে হবে। আমার মতে এম এ সি ডি তে ১২, ২৬, ৫০ এই ভ্যালুই সবচেয়ে ভালো কাজ করে।
প্রত্যেকটা ইন্ডিকেটর নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। আমাদের টেকনিক্যাল চিন্তাটাতে আরো সহজ করে আনার জন্য ইউস করা হয় এটা