ফরেক্স মার্কেটের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেট ফ্যাক্টল।ফ্যাক্ট বলতে আমরা একটি বৃহৎ জিনিসের ক্ষুদ্রাতে ক্ষুদ্র অংশকে বুঝি। আমাদের রাজনীতির ক্ষেত্রে হোক কিংবা ট্রেডিং এর ক্ষেত্রে হোক এই ফ্যাক্টল অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য যখন অনেক উর্ধ্বে তখন রাশিয়া বাংলাদেশকে কম মূল্যে তেল দেয়ার প্রস্তাব করে। কিন্তু বাংলাদেশ চিন্তা করল দীর্ঘ মেয়াদে। ভবিষ্যতে তার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে সৌদি আরবের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। তাই রাশিয়ার প্রস্তাব গ্রহণ করলে ভবিষ্যতের সম্ভাবনা তার সামনে রয়েছে সেটি নষ্ট হয়ে যেতে পারে। তাই বাংলাদেশ সরকার বর্তমান সময় ও ভবিষ্যতের সময় দুটোকে তুলনা করে একটি সিদ্ধান্ত গ্রহণ করল। এবারে আসি আমরা ফরেক্সের বিষয়। একজন ট্রেডার বলল মার্কেট বাই মুডে আছে আবার আরেকজন বলল মার্কেট সেল মুডে আছে। এখানে যদি প্রকৃত সত্যটিকে উপলব্ধি করতে হয় তাহলে দুজনকেই প্রশ্ন করতে হবে যে কে কোন টাইম কে বিবেচনা করে মন্তব্য করেছেন। কেউ যদি ডে টাইম ফ্রেম থেকে কোন ট্রেড এন্ট্রির কথা বলে আর অন্য কেউ যদি টাইম ফ্রেম না বুঝতে পেরে শুধুমাত্র সিগন্যাল অনুসরণ করে এন্ট্রি নেয় তাহলে যখন মার্কেটে এন্টির বিপরীতে চলে যাবে সে তার সাইকোলজিকালি ভাবে মেনে নিতে পারবে না। কিন্তু যিনি ডেটাইম ফ্রেমে এনালাইসিস করে এন্টি নিয়েছেন তিনি মার্কেট বিপরীত দিকে গেলেও সাইকোলজিকালি স্ট্রং থাকবেন। আবার বড় টাইম ফ্রেমে যখন কোন ট্রেন্ড চলমান থাকে তখন ছোট ছোট টাইম ফ্রেমে তা অনুসরণ করে কিছু প্রফিট নেয়া যেতে পারে। এটাকে অনেক মাল্টি টাইম স্ট্রাটেজিও বলে থাকেন। তবে প্রফিটেবল ট্রেডার হতে হলে মাল্টিটাইম ফ্রেম স্ট্রাটেজি হোক আর ফাক্ট্রোল হোক এটাকে অনুসরণ করতেই হবে।