আমাদের রেজিস্টেন্স জোনে কখনো যদি রিজেকশন থাকে অর্থাৎ পিনবার, হ্যামার ইত্যাদি কান্ডেরলস্টিক পাই তাহলে সেখান থেকে মার্কেট ডাউনে আসার প্রবাবলিটি বেশি থাকে। পক্ষান্তরে আমরা যদি আমাদের সাপোর্ট লেভেলে এসে কোন রিজেকশন পাই অর্থাৎ হ্যামার , পিনবার ইত্যাদি ক্যান্ডেল পাই তাহলে মার্কেট আপে যাবার সম্ভাবনা বেশি থাকে।