জুলাইয়ে যুক্তরাষ্ট্রের উৎপাদন খরচ পূর্বাভাসের তুলনায় সামান্য পরিমাণে বেড়েছে। গত এক বছরে দেশটিতে পরিষেবা খাতের ব্যয় দ্রুতগতিতে বেড়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সৃষ্ট চাপের কারণে এ বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রয়েছে বলে সূত্রে জানা গেছে। সম্প্রতি এ বিষয়ে দেশটির শ্রম বিভাগ এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানকার তথ্যানুযায়ী, খাদ্য ও জ্বালানির বাইরে অন্যান্য পণ্যের দাম গত মাসে অপরিবর্তিত ছিল, যা সাম্প্রতিক পণ্যের মূল্যস্ফীতি রোধকে ইঙ্গিত করছে। এছাড়া অন্তর্নিহিত উৎপাদন খরচও সামান্য বেড়েছে। অন্যদিকে ভোক্তাপণ্যের দাম অল্প পরিমাণে বেড়েছে। বেশির ভাগ অর্থনীতিবিদের আশা, ফেডারেল রিজার্ভ আগামী মাসে তার নীতি সভায় সুদহার অপরিবর্তিত রাখবে।
ডালাসের কমেরিকা ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিল অ্যাডামস বলেন, ‘অর্থনীতি এখনো ক্রমবর্ধমান মজুরির জন্য মূল্যস্ফীতির চাপে রয়েছে। কিন্তু ব্যবসায়িক বিনিয়োগের অপরিবর্তনীয় অবস্থা ভোক্তাপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে।’
অর্থনীতিবিদদের আশা, পিপিআই দশমিক ২ শতাংশ বাড়বে। অনেকের মতে, জুনে পিপিআই নিম্নমুখী হওয়ার অর্থ হলো গত মাসে পিপিআই বৃদ্ধি প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ। এদিকে পাইকারি পরিষেবার খরচ গত মাসে দশমিক ৫ শতাংশ বেড়েছে, গত বছরের আগস্টের পর যা সবচেয়ে বেশি।
অন্যদিকে যন্ত্রপাতি ও যানবাহন, রাসায়নিক ও সংশ্লিষ্ট পণ্যের পাইকারি মূল্য, পাশাপাশি সিকিউরিটিজ ব্রোকারেজ, লেনদেন, বিনিয়োগ পরামর্শ সম্পর্কিত পরিষেবা খরচও বেড়েছে। এছাড়া দেশটির এয়ারলাইনস ভাড়া বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। কিন্তু খুচরা বিক্রির ক্ষেত্রে খাদ্য ও অ্যালকোহলের খুচরা দাম ২ দশমিক ৫ শতাংশ কমেছে। পণ্যবাহী ও পণ্যসম্ভার পরিবহনের খরচও কমেছে। তবে পরিবহন ও গুদামজাত দশমিক ৫ শতাংশ বেড়েছে।
জুনে অপরিবর্তিত থাকার পর পণ্যের দাম গত মাসে দশমিক ১ শতাংশ বেড়েছে। তরল খাদ্য ও উপাদানগুলো বাদ দিয়ে অন্যান্য পণ্যের দাম গত মাসে অপরিবর্তিত ছিল।
নিউইয়র্কের এফএইচএন ফাইন্যান্সিয়ালের ম্যাক্রো স্ট্র্যাটেজিস্ট উইল কম্পেরনোল বলেন, ‘ভোক্তাপণ্যের দাম কমানোর লক্ষ্যে আমরা গত দুই মাস কিছু দৃঢ় পদক্ষেপ নিয়েছি এবং আরো কিছু পদক্ষেপ নেয়া উচিত।’
ইউনিভার্সিটি অব মিশিগানের ভোক্তা সেন্টিমেন্ট জরিপ সূত্রে গ্রাহকদের এক বছরের মূল্যস্ফীতির প্রত্যাশা জুলাইয়ের ৩ দশমিক ৪ থেকে আগস্টে ৩ দশমিক ৩ শতাংশে নেমে গেছে। টানা তিন মাস ধরে তা স্থিতিশীল। মূল্যস্ফীতি ২ শতাংশ রাখার লক্ষ্যে পৌঁছতে আরো অনেক সময় লাগবে। শ্রম বিভাগের প্রতিবেদন অনুযায়ী, পিপিআই খাদ্য, জ্বালানি ও বাণিজ্য পরিষেবা বাদ দিয়ে যে পরিমাপ দেখিয়েছে, তাতে জুনের তুলনায় পণ্যের দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। গত বছরের জুলাই থেকে এ বছরের জুলাই পর্যন্ত মূল পিপিআই ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
সিপিআই ও পিপিআইয়ের তথ্যানুযায়ী, অর্থনীতিবিদদের পূর্বাভাস ব্যক্তিগত খরচের মূল্য সূচক জুলাইয়ে দশমিক ২ শতাংশ বেড়েছে। মূল পিসিই মূল্য সূচক জুনে ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। সামনের বছর তা বেড়ে ৪ দশমিক ৩ শতাংশে উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা।
[IMG]http://forex-bangla.com/customavatars/1848969000.jpg[/IMG]