যুক্তরাজ্যে চলতি বছরের জুন-আগস্টের শিল্পোৎপাদন গত তিন বছরের সর্বনিম্নে পৌঁছেছে। বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা, রফতানি খাতে অবনতি ও ব্যাংক অব ইংল্যান্ডের সুদহার বাড়ানোর সিদ্ধান্ত প্রভাব ফেলেছে খাতটিতে। পাশাপাশি দেখা দিয়েছে আগামী দিনগুলোয় আরো পতনের আশঙ্কা। সম্প্রতি এমনটাই উঠে এসেছে কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) প্রকাশিত শিল্পোৎপাদন প্রতিবেদনে। সিবিআই প্রকাশিত শিল্পোৎপাদন প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে কভিড লকডাউনের পর থেকে যুক্তরাজ্যে শিল্পোৎপাদন সবচেয়ে দুর্বল সময় অতিক্রম করছে। জুন-আগস্ট পর্যন্ত উৎপাদন ১৯ শতাংশ সংকুচিত হয়েছে। অথচ জুলাইয়ে ৩ শতাংশ সম্প্রসারিত হয়েছিল। শ্রমিক সংগঠনের দাবি, কার্যক্রমে মন্থরতার কারণে সদস্যরা রীতিমতো বিস্মিত। কারণ চলতি বছরের জুন-আগস্টে বড় অংশ কোম্পানির প্রকাশিত বিবরণীর তুলনায় অন্তত দ্বিগুণ পতন ঘটেছে বলে তাদের দাবি। সে অনুসারে, ওই সময়ে ৩৭ শতাংশ পতন ঘটেছে শিল্পোৎপাদনে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1756357265.jpg[/IMG]