নতুন কর্মসংস্থান সৃষ্টি ও পুরনো কর্মীদের পদত্যাগের সংখ্যা কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে শ্লথগতি দেখা দিয়েছে। শ্রমবাজারের বিদ্যমান পরিস্থিতি আগামী মাসে সুদহারবিষয়ক ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মার্কিন শ্রম বিভাগের করা জব ওপেনিংস অ্যান্ড লেবার টার্নওভার স্ট্যাটিস্টিকস (জেওএলটিএস) প্রতিবেদন অনুসারে, চলতি বছরের জুলাইয়ে কর্মসংস্থানের সুযোগ ছিল গত আড়াই বছরে সর্বনিম্ন। অন্যদিকে পুরনো কর্মীদের কাছে ছেড়ে দেয়ার পরিমাণ কমে ২০২১ সালের গোড়ার দিকের পর্যায়ে এসেছে, যা কর্মসংস্থান বাজারে আস্থা কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। কনফারেন্স বোর্ডের করা আরো একটি জরিপে আগস্টে কর্মসংস্থান বাজারের গতি মন্থর হতে দেখা যায়।
[IMG]http://forex-bangla.com/customavatars/1656406355.jpg[/IMG]