দ্বিতীয় প্রান্তিকে অস্ট্রেলিয়ার রফতানি বেড়েছে, যা পারিবারিক ব্যয়ের সংকোচনের ক্ষত কাটিয়ে উঠতে সহায়তা করেছে। কারণ হিসেবে রয়েছে বিদেশী পর্যটকদের ভিড়। পর্যটন খাতের ওপর ভর দিয়ে দ্বিতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছে দেশটি। মূলত পর্যটন ও বিদেশী শিক্ষার্থীদের ব্যয় পরিষেবা রফতানি হিসেবে গণ্য করা হয়। দ্বিতীয় প্রান্তিকে অবকাঠামো খাতে সরকারের ব্যয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা নেতিবাচক জিডিপির ঝুঁকি কমিয়েছে। অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে নিট রফতানির পরিমাণ জিডিপিতে দশমিক ৮ শতাংশ পয়েন্ট অবদান রেখেছে, যা বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। সরকারি ব্যয় প্রবৃদ্ধিতে আরো দশমিক ৫ শতাংশ পয়েন্ট যোগ করেছে, যা বেশির ভাগ বিশ্লেষক আশা করেননি। অক্সফোর্ড ইকোনমিকস অস্ট্রেলিয়ার সামষ্টিক অর্থনৈতিক পূর্বাভাস বিভাগের প্রধান শন ল্যাংকেক জানায়, শিক্ষার্থী ও পর্যটকদের আগমন বাড়ার কারণে পরিষেবা রফতানির পরিমাণ ১২ দশমিক ১ শতাংশ বেড়েছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/288076588.jpg[/IMG]