নিউজিল্যান্ডের অর্থনীতি আরো দুই বছর মন্থর থাকতে পারে। উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি কর আদায় প্রত্যাশার চেয়ে কম হওয়ায় আশঙ্কা প্রকাশ করেছে সরকার। দেশটিতে নির্বাচনের আগে অর্থ মন্ত্রণালয় থেকে ঘোষিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। নিউজিল্যান্ডে বর্তমানে বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ, ২০২৫ সালে তা ৫ দশমিক ৪ শতাংশে উন্নীত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। অর্থনৈতিক সম্প্রসারণের গতিও কমবে উল্লেখযোগ্যভাবে। যদিও ২০২৬ সালেই আবার অর্থনীতি প্রত্যাশিত গতিতে ফেরার আশা প্রকাশ করা হয়েছে। আবাসন খাতে মূল্যবৃদ্ধি ও শ্রমবাজারের প্রতিকূল পরিস্থিতি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। নেতিবাচক প্রভাব পড়েছে কৃষক থেকে রফতানি প্রতিষ্ঠান পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের মতে, চলতি বছরে দেশটির মূল্যস্ফীতির হার ৬ শতাংশ, যা ২০২৫ সালে ২ দশমিক ৫ শতাংশে নেমে আসবে। মহামারী-পরবর্তী সময়ে অভিবাসীদের জোয়ার আবাসন খাতের মূল্যে ভারসাম্য রাখতে সহযোগিতা করছে।
এদিকে বিরোধী দলের নেতা ডেভিড সেমুর দাবি করেছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির পেছনে দায় হলো সরকারের অব্যবস্থাপনা। তার দল ক্ষমতায় গেলে সরকারি অপচয় কমিয়ে অর্থনীতিতে স্থিতিশীলতা আনা হবে। নিউজিল্যান্ডের মহামারীর পর মন্দার মধ্যে পড়েছে। সুচ্চ সুদহারের কারণে গ্রাহকরা ব্যয় কমিয়ে আনছেন, সার্বিকভাবে যার প্রভাব পড়েছে অর্থনীতিতে।
[IMG]http://forex-bangla.com/customavatars/329987204.jpg[/IMG]