চীনের হাংজুতে পর্দা উঠল ১৯তম এশিয়ান গেমসের। এ আসরকে কেন্দ্র করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে বেইজিং। এশিয়ান গেমসকে ঘিরে ব্যস্ততা বেড়েছে চীনা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর। আগামী ৮ অক্টোবর পর্যন্ত স্থায়ী হওয়া এ আয়োজনের স্পন্সরশিপ নিয়েছে ১৭০টিরও বেশি চীনা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান। রয়েছে আলিবাবা গ্রুপ হোল্ডিং, ক্যানন, গিলি অটো ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার নাম। পাশাপাশি রয়েছে উদীয়মান ব্যবসায়ী ও উদ্যোক্তা প্রতিষ্ঠান। এশিয়ান গেমসকে কেন্দ্র করে সম্প্রসারণ করছে অর্থনৈতিক তৎপরতা। চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংজু। প্রদেশজুড়েই রয়েছে বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান অবশ্য রাজনৈতিকভাবেও প্রদেশের গুরুত্ব প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও জড়িত। শি জিনপিং ২০০২-০৭ পর্যন্ত প্রদেশটির নেতা ছিলেন। বর্তমান সময়েরও একাধিক নেতা এসেছেন প্রদেশটি থেকে। স্বাভাবিকভাবেই শহরের অর্থনৈতিক তৎপরতাও চোখে পড়ার মতো। তবে এশিয়ান গেমস সুযোগে তা আরো স্পষ্ট হয়ে উঠেছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/418629328.jpg[/IMG]