চলতি বছরের সেপ্টেম্বরকে দেশের ‘সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর’ হিসেবে ঘোষণা করেছেন ফ্রান্সের আবহাওয়া দপ্তর। মেটেও-ফ্রান্স গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানায়। খবর আনাদোলু এজেন্সি। প্রায় সোয়া শতকের নথিবদ্ধ ইতিহাস অনুসারে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, ১৯০০ সাল থেকে এবার একটি ভিন্ন ধরনের গ্রীষ্মকাল দেখেছে ফ্রান্স। যা ছিল ‘চতুর্থ উষ্ণতম মৌসুম’। এর পরই এল সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর। [IMG]http://forex-bangla.com/customavatars/240129814.jpg[/IMG]
মেটেও-ফ্রান্স জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্রান্সজুড়ে গড় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ মাসের সাধারণ গড় থেকে এ তাপমাত্রা ছিল ৩ দশমিক ৫ ডিগ্রি থেকে ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত ৭ সেপ্টেম্বর ফ্রান্সের ১৪টি সংস্থা তাপমাত্রার কমলা সতর্ক সংকেত ঘোষণা করে। যা এ মাসের জন্য অস্বাভাবিক। ২০০৪ সালে তাপ সতর্কতা বাস্তবায়নের পর থেকে গরমের মৌসুমের পরে প্রথমবারের মতো এমন সংকেত জারি করা হয়।