মার্কিন ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) ও ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) আগামী বছর সুদহার কমাবে। আমেরিকা, ইউরোজোন বা ইংল্যান্ডে সুদহার যে গতিতে কমবে বলে বিনিয়োগকারীরা মনে করছেন তা প্রত্যাখ্যান করেছে ব্যাংকগুলোর কর্তৃপক্ষ। উল্টো এ নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে বলেছে ব্যাংক কর্তৃপক্ষ। বিনিয়োগকারীরা বাজি ধরেছেন যে আমেরিকা, ইউরোজোন ও ইংল্যান্ডের নীতিনির্ধারকরা নতুন বছরের শুরুতে মুদ্রানীতি শিথিল করা শুরু করবেন। ব্যবসার জন্য আর্থিক ব্যবস্থাও সহজ করা হতে পারে। কারণ তারা হেডলাইন মুদ্রাস্ফীতির পতনের ওপর মনোযোগ দিয়েছেন।
[IMG]http://forex-bangla.com/customavatars/1596739041.jpg[/IMG]