[IMG]http://forex-bangla.com/customavatars/1172924074.jpg[/IMG]
চীন ও জার্মানিতে কারখানা পর্যায়ের উৎপাদন বেড়েছে। দেশ দুটিতে গত মাসে কারখানার উৎপাদন পরিমাপক সূচক পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) প্রত্যাশার তুলনায় বেশি ছিল। তবে ঠিক উল্টো চিত্র দেখা গেছে যুক্তরাজ্যে। পর্যবেক্ষকরা বলছেন, চীনের উৎপাদন খাত ধীরে ধীরে ঠিক হয়ে আসছে। গত মাসে চাইনিজ কাসিন ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স ৫০ দশমিক ৮ পয়েন্টে পৌঁছায়, যা ৫০ দশমিক ৪ পয়েন্টের প্রত্যাশার চেয়েও বেশি। গত নভেম্বরে এটি ছিল ৫০ দশমিক ৭ পয়েন্ট। গত পাঁচ মাসে দেশটির কারখানার কর্মকাণ্ড চার দফা বেড়েছে।