নিরাপত্তা সনদ কেলেংকারিতে বিপর্যস্ত জাপানি অটোমেকার দাইহাটসু নতুন গাড়ি তৈরির সময়কাল ৪০ শতাংশ বাড়াবে। একই সঙ্গে মান নিয়ন্ত্রণে পরিদর্শক ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। টয়োটা সহযোগী এ প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সোইচিরো ওকুদাইরা জাপানের পরিবহনমন্ত্রীর কাছে সম্প্রতি এ বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। এর আগে যানবাহনের নিরাপত্তা ও অন্যান্য মানদণ্ডের পরীক্ষায় জালিয়াতির অভিযোগ উঠলে জাপানে দাইহাটসুর গাড়ি কারখানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
[IMG]http://forex-bangla.com/customavatars/734380341.jpg[/IMG]