[IMG]http://forex-bangla.com/customavatars/1283047549.jpg[/IMG]
কয়েক বছর ধরে নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি ও সুদহার নিয়ে নাকাল ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে পাল্লা দিয়ে বাড়ছে প্রতিরক্ষা ব্যয়। অর্থনৈতিক টানাপড়েনের এ প্রভাব পড়েছে করপোরেট খাতেও, বছরওয়ারি বেড়ে চলছে দেউলিয়াত্বের হার। দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা ডেস্ট্যাটিসের তথ্যের বরাতে রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়েছে, জার্মানিতে ২০২৩ সালে বছরওয়ারি করপোরেট দেউলিয়াত্ব বেড়েছে ২২ দশমিক ১ শতাংশ। ওই বছরের জুন থেকে দেউলিয়াত্ব বৃদ্ধির হার টানা ডাবল ডিজিটে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর দেশটিতে প্রায় ১৭ হাজার ৮১৪টি কোম্পানি দেউলিয়াত্বের জন্য আবেদন করে। ফেডারেল পরিসংখ্যান অফিসের তথ্যানুযায়ী, করপোরেট দেউলিয়াত্বের আবেদনকারী এসব কোম্পানির কাছে ঋণদাতাদের দাবির পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৬৬০ কোটি ইউরো। করপোরেট দেউলিয়াত্বের এ সংখ্যা ২০১৯ সালের প্রাক-মহামারী বছরের তুলনায় ৫ শতাংশ বেশি ছিল। অবশ্য ২০০৯ সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময়ের চেয়ে এ সংখ্যা কম। ওই সময় ৩২ হাজার ৬৮৭টি কোম্পানি দেউলিয়াত্বে উপনীত হয়।

গত বছর আর্থিক অসচ্ছল পরিস্থিতির সম্মুখীন হয়েছিল সুপরিচিত কিছু সংস্থাও। বিশেষ করে ফ্যাশন খাতের খুচরা বিক্রিতে এর প্রভাব পড়েছে বেশি। এ সময় দেউলিয়া ঘোষিত হয় পিক অ্যান্ড ক্লপেনবার্গ, গেরি ওয়েবার, রেনো, সালামান্ডার ও গোয়ের্টজের মতো ব্র্যান্ড।৷


পরিসংখ্যান অফিসের তথ্যানুসারে, ১৯৭৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত বছরে গড়ে ১ হাজার ৬৬৩ দশমিক ৪২টি কোম্পানি দেউলিয়াত্বের আবেদন করেছে। সেখানে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে এ আবেদন হয়েছে যথাক্রমে ১ হাজার ৫১৩ ও ১ হাজার ৫৫০টি। অর্থাৎ দেশটিতে প্রতি মাসে করপোরেট দেউলিয়াত্বের আবেদন এখন বার্ষিক গড়ের কাছাকাছি চলে এসেছে। তবে সবচেয়ে বেশি দেউলিয়াত্বের আবেদন এসেছিল ২০০৪ সালের মার্চে। ওই মাসে ৩ হাজার ৭৫৫টি কোম্পানি আবেদন করেছিল। রেকর্ড সর্বনিম্ন ছিল ১৯৭৯ সালের নভেম্বরে ৪১৬টি।

চলতি বছরে পরিস্থিতি আরো খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে জার্মানির ডিআইএইচকে চেম্বার্স অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স। সংগঠনটি জানিয়েছে, ২০২৪ সালে আরো বেশি কোম্পানি একই পথ অনুসরণ করতে পারে। এক জরিপে দেখা গেছে, এক-চতুর্থাংশ কোম্পানি ক্রমবর্ধমান মন্দ ঋণের সঙ্গে লড়াই করছে।


ডিআইএইচকের মাঝারি আকারের ব্যবসাবিষয়ক বিশেষজ্ঞ মার্ক এভারস বলেন, ‘আগামী মাসগুলোয় করপোরেট অসচ্ছলতা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’ এরই মধ্যে সে নজির দেখাও যাচ্ছে। জানুয়ারিতে দেউলিয়াত্বের সংখ্যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। ফেব্রুয়ারিতে বৃদ্ধির হার ১৮ দশমিক ১ শতাংশ।
অবশ্য জার্মানির করপোরেট দেউলিয়াত্বের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক আগে থেকেই পূর্বাভাস ছিল। আন্তর্জাতিক বীমা প্রতিষ্ঠান অ্যালায়েন্স ট্রেডের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ২০২৩ ও ২০২৪ সালে জার্মানিতে দেউলিয়াত্বের পূর্বাভাস প্রাক-কভিড স্তরের ওপরে রয়েছে।
২০২৩ সালের অর্থনৈতিক পূর্বাভাসে প্রতিষ্ঠানটির পরিচালক জোহান জিওরমস বলেছিলেন, ‘*আমরা পরিষেবা খাতে কিছুটা পুনরুদ্ধার দেখছি। তবে আগামী ছয় মাসে জার্মানির শিল্প খাতে মন্দার আশঙ্কা করছি, যা গ্রীষ্মের পরে সামান্য পুনরুদ্ধার হতে পারে। সব মিলিয়ে অর্থনৈতিকভাবে মন্থর বছর হবে ২০২৩ সাল। ২০২৪ সালেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হবে না।’

জার্মানির অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিতি পারিবারিক সংস্থাগুলোও দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়। সেখানে বলা হয়, আনুমানিক ৩০ লাখ পারিবারিক ব্যবসার মালিকরা নতুন প্রযুক্তিতে বিনিয়োগের ব্যর্থতায় ভুগছেন। এ চ্যালেঞ্জিং অবস্থার কারণে অনেকে কোম্পানি বিক্রির বিষয়টি বিবেচনা করছেন।
জার্মানির সাংবিধানিক আদালত ২০২৩ সালে ক্ষমতাসীন জোটকে অত্যধিক অফ-বাজেট তহবিল বন্ধ করার নির্দেশ দেয়ার পরে পরিস্থিতি আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এতে ব্যবসায়িক তহবিলের জন্য বার্লিনকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হচ্ছে।
অন্যদিকে সম্প্রতি মন্দায় আক্রান্ত হয়ে জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের অবস্থান থেকে ছিটকে পড়ে। দুর্বল অর্থনীতি হয়েও সেই স্থান দখল করে জার্মানি। ইউরোপের বৃহত্তম অর্থনীতিটির আকার গত বছর দশমিক ৩ শতাংশ কমেছে। ক্রমাগত মূল্যস্ফীতি, জ্বালানির দাম বৃদ্ধি ও দুর্বল বৈদেশিক চাহিদা দেশটির অর্থনীতিকে প্রভাবিত করছে।