[IMG]http://forex-bangla.com/customavatars/1009906728.jpg[/IMG]
মার্কিন সরকারের জন্য কয়েকশ স্পাই বা গুপ্তচর স্যাটেলাইট তৈরি করছে ইলন মাস্ক মালিকানাধীন রকেট কোম্পানি স্পেসএক্স। এইসব স্যাটেলাইট তৈরির লক্ষ্যে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ‘ন্যাশনাল রিকনেসান্স অফিস (এনআরও)’-এর সঙ্গে একটি চুক্তি করেছে কোম্পানিটি। চুক্তির আওতায়, ঝাঁক বা দল বেঁধে কাজ করতে সক্ষম ও মাটিতে ‘লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে’ পৃথিবীর নিম্ন কক্ষপথে এমন কয়েকশ স্পাই স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে। চুক্তি সংশ্লিষ্ট পাঁচ সূত্রের বরাতে এ তথ্য উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।