[IMG]http://forex-bangla.com/customavatars/937703286.jpg[/IMG]
বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) জগতে পরবর্তী প্রজন্মে পা রাখতে যাচ্ছে বিলাসী ব্র্যান্ড অডি। সম্প্রতি নতুন অল-ইলেকট্রিক কিউসিক্স ই-ট্রন এসইউভি মডেলের ডিজাইন প্রকাশ্যে এনেছে ফক্সওয়াগনের মালিকাধীন কোম্পানিটি। কিউসিক্স ই-ট্রন এ ব্র্যান্ডের ঘোষিত পরবর্তী প্রজন্মের প্রথম ইভি। নতুন কারিগরি দক্ষতাসম্পন্ন গাড়িটি ১০ মিনিট চার্জে ১৫৮ মাইল পর্যন্ত যেতে পারে, আর একক চার্জে যাবে ৩৮৮ মাইল। কিউসিক্সে ব্যবহার হচ্ছে ৮০০ ভোল্টের ব্যাটারি, এর সর্বোচ্চ চার্জিং সক্ষমতা ঘণ্টায় ২৭০ কিলোওয়াট। কিউসিক্সের নকশায় অডির পরিচিত ধাঁচই থাকছে, সঙ্গে যোগ হচ্ছে চমৎকার সব ফিচার। এ মডেল চলতি মাসেই ইউরোপের বাজারে প্রবেশ করবে। গাড়িটির প্রারম্ভিক দাম ধরা হয়েছে ৭৪ হাজার ৪০০ ইউরো। কয়েক মাস পরই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে, তখন জানিয়ে দেয়া হবে সেখানকার দাম। বর্তমানে যুক্তরাষ্ট্রে অডি অল-ইলেকট্রিক কিউফোর ও কিউএইচ এসইউভি পাওয়া যাচ্ছে। এ বাজারে জিটি সেডানের দাম ১ লাখ ৬ হাজার ৫০০ ডলার। অডি জানিয়েছে, ইভির বাজারে নেতৃত্ব দিতে লম্বা পরিকল্পনাকে সামনে রেখে এগোচ্ছে তারা। ২০২৫ সালের মধ্যে ২০টি নতুন বা পরিমার্জিত সংস্করণের গাড়ি বাজারে আনতে চায় অডি। এসব গাড়ির অর্ধেকেরও বেশি হবে ইলেকট্রিক।