[IMG]http://forex-bangla.com/customavatars/599000394.png[/IMG]
মধ্যপ্রাচ্যের একাধিক গন্তব্য সামনে রেখে সংস্থাটি শিগগিরই চালু করতে যাচ্ছে নতুন প্রমোদ তরী আরোয়া ক্রুজেস। নিজেদের ‘গর্বিত’ উল্লেখ করে এক বিবৃতিতে ক্রুজ সৌদি বলেছে, ‘*প্রথম অ্যারাবিয়ান ক্রুজ লাইন হিসেবে আরোয়া ক্রুজেস সমুদ্রে ও ভূমিতে অতিথিদের খাঁটি আরবীয় অভিজ্ঞতা দেবে। আরোয়া তার অনন্য ডিজাইনের জন্য স্বতন্ত্র। এটি আরব ভূমির উদারতা ও সৌদি আরবের আতিথেয়তাকে প্রতিফলিত করে এমন আরাম-আয়েস ও বিলাসিতার ব্যতিক্রমী অভিজ্ঞতা দেবে।’ ৩৩৫ মিটার দৈর্ঘ্যের আরোয়াকে ‘ভাসমান রিসোর্ট’ বলে অভিহিত করছে ক্রুজ সৌদি। এতে ১ হাজার ৬৭৮টি কেবিন রয়েছে। সমুদ্র দেখার জন্য এর বারান্দা হবে এসব কেবিনের আকর্ষণ। থাকবে বিলাসবহুল স্যুট ও ভিলা। ৩ হাজার ৩৬২ জন যাত্রীকে পরিষেবা দেয়ার উপযোগী করে সাজানো হচ্ছে জাহাজটি। এর ১৮টি ডেকে ২০টি বিনোদন ভেন্যু রয়েছে। কেনাকাটার জন্য দোকানের পাশাপাশি থাকছে ১ হাজার ১৮ সিটের থিয়েটার। প্রমোদ তরীতে আরো থাকছে বিশেষায়িত ভিআইপি সুযোগ-সুবিধা। এর আওতায় থাকছে প্রিমিয়াম স্যুট, আউটডোর লাউঞ্জ ও ব্যতিক্রমী ডিনারসহ বিভিন্ন ধরনের আয়োজন। জাহাজটি লোহিত সাগর থেকে নোঙর তুলবে আগামী ডিসেম্বরে। প্রথম সফরে যাত্রীরা ব্যক্তি মালিকাধীন দ্বীপে ভ্রমণসহ ঘুরে আসবেন মিসর ও জর্ডানের উপকূল।