[IMG]http://forex-bangla.com/customavatars/1709183364.jpg[/IMG]
জনপ্রিয় জাপানি টু হুইলার সংস্থা টিভিএস নতুন একটি স্পোর্টস বাইক আনছে বাজারে। টিভিএসের জনপ্রিয় সিরিজ অ্যাপাচি। যার নতুন ভার্সন লঞ্চ হতে চলেছে বাজারে। এই বাইকে থাকতে পারে স্পোর্টি লুক, শক্তিশালী ইঞ্জিন এবং গুচ্ছের ফিচার্স। সম্প্রতি বাইকের একটি টিজার প্রকাশ করেছে সংস্থা। যদিও বাইকের খুব বেশি তথ্য বাইরে আনেনি টিভিএস। এই টিজারে বাইক-প্রেমীদের আকর্ষণীয় কিছুর জন্য তৈরি থাকার কথা জানিয়েছে টিভিএস।