আসলে এটি ভূল ধারনা যে ফরেক্সে প্রথম প্রথম প্রফিট হয় এর পর বড় ধরনের লসের মাধ্যমে ফরেক্স থেকে বিদায় নিতে হয়। একটি খথা অবশ্যই আমাদের মনে রাখা উচিত যে ফরেক্স মার্কেট কেউ চাইলেই নিয়ন্ত্রন করতে পারে না এটি প্রতিটি দেশের অর্থনৈত্তিক কর্মকান্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং জানেন তা হলে আপনি শুরু থেকে সব সময়ই ভাল প্রফিট লাভ করতে পারবেন বলে আমার বিশ্বাস। ফরেক্স এর সুরুতে সবাই প্রফিট করে এটা ঢিক না , ফরেক্স এ সবাই ১ম থেকে শেষ পজন্ত লাভ করতে পারে । ফরেক্স এ যদি কাউ বুজে বুজে ট্রেড করে ফরেক্স মার্কেট এর নিউজ রাখে তবে তবে ফরেক্স এ লাভ হবে ।হ্যা আমি আপনার সাথে এক মত যে সবাই ফরেক্স এ প্রথম প্রথম অনেক লাভ তরে পরে দু তিন মাস পর থেকেই লসের ওপরে লস করতে থাকে। এর মূল কারন হোচ্ছে নতুন ট্রেডারদের মোনের ভিতরে কিছুটা হোলেও লস খাবার ভয় থাকে কিন্তু যখন তারা লাভ করতে করতে ওভার কন্ফিডেন্টেড হোয়ে যায় তখনই ট্রেডে ভুল করে এবং বড় বড় লট ব্যবহার করে মানি ম্যানেজমেন্ট ছাড়াই।
মনে করি সবাই যে শুরুতে প্রফিট করে তা আসলে ঠিক না্ কেউ প্রথম প্রথম অনেক লাভ করে আবার কেউ লস করে।এটা আপনার ভাগ্যর উপর নির্ভর করে ।আমি মনে করি কেউ যদি ফরেক্স সম্পর্কে ভাল ভাবে দক্ষতা নিয়ে ফরেক্স ব্যবসায় নামে সে শুধু প্রথমে কেন সব সমই সে লাভ করতে পারবে।আবার অনেকে ফরেক্স না বুঝে উল্টা পাল্টা সেল বাই দিয়ে ভাগ্যর কারনে লাভ করে কিন্তু এরকম ভুল করার কারনে পরবর্তীতে একেবারে লস হয়ে একাউন্ট জিরো হয়ে যায়।তাই আমরা যারা ফরেক্স বিজনেস করব তারা প্রথমেই ফরেক্স সম্পর্কে ভাল ভাবে দক্ষতা অর্জন করব যাতে পরে সমস্যা না হয়।