সবসময় আমরা নতুন ট্রেডারদের জন্য ফরেক্স ডেমো একাউন্টকে বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ ডেমো এমন একটা একাউন্ট যেখানে আপনি চাইলে ট্রেডিং সম্পর্কে অনেক বেশি দক্ষ হয়ে উঠতে পারেন। তবে ডেমো সবাই করলেও সবাই কিন্ত সমানভাবে এখান হতে অভিজ্ঞতা নিতে পারেনা কারণ কিছু মানুষ এই একাউন্টকে তেমন একটা সিরিয়াসলি নেয়না কারণ তারা মনে করে এটাতে তো লাভ লস কোন প্রভাব ফেলছেনা।ফরেক্সে ভাল করতে হলে ডেমো তে ট্রেড করতে পারলে ভাল হয়। আর তাছারা ফরেক্স নিয়ে ভাল ভাবে কিছুদিন পরাশুনা ও করে নিতে পারেন। অথবা দক্ষ কারো কাছে শরনাপন্ন ও হতে পারেন। যিনি আপনাকে সফল ভাবে ট্রেড করতে অনেক সহায়তা করবে। তাছারা অনলাইনে ফরেক্স সংক্রান্ত বিভিন্ন সাইট গুলু দেখতে পারেন।লাভ হলেও যে কথা লস হলেও সে কথা ! প্রকৃত পক্ষে আমার অভিজ্ঞতা বলে যারা এই ধরনের চিন্তাধারণা পোষণ করেন ডেমো সম্পর্কে তারা খুব বেশি শিখতে পারেন না। তাই ডেমোকে সিরিয়াসলি নেওয়ার পাশাপাশি এটাকে রিয়েল একাউন্ট মনে করে ট্রেড করতে হবে।