ট্রেডার হতে হলে সর্ব পথম আপনি যে বিষয়ের উপর ট্রেড করতে চান সে সম্পর্কে সু স্পষ্ট ধারনা থাকতে হবে। এরপরও আপনি যখন ট্রেড করবেন তখন আপনার কাজের মধ্যে কিছু ভূল হবে তখন আপনার ভুলটিকে খুজে বেরকরে তার সমাধান করতে হবে। আর যতক্ষন আমরা আমাদের ভূলটা বুঝতে পারবোনা এবং তার সমাধানও কেরতে পারবো না ততক্ষন আমরা লস খেয়েই যাবো। আর যখনই আমরা আমাদের ভুল বুঝতে পারবো এবং তার সমাধানও করতে পারবো তখন আর কোন সমস্যা হবেনা। আরেকটি কথা ট্রেড করার সময় অবশ্যই ধর্যের সাথে কাজ করতে হবে।বিভিন্ন ধরনের জ্ঞানন প্রয়োজন।তবে একক ব্যক্তির দ্বারা সকল বিষয়ে ভালো জ্ঞানন নাও থাকতে পারে।তবে একেকজন কমবেশি একটা বিষয়ে বেশশি পারদর্শী হতে পারে।আমি মানি ম্যানেজমেন্টের বিষয়ে একটু বেশি পারদর্শী। ফরেক্সের অন্যান্য যেকোন বিষয়ের চাইতে মানি ম্যানেজমেন্টের ব্যাপারে আমি অনেক বেষি কনফিডেন্স এবং পারদর্শী।