এই ট্রেড লাইন খুবই প্রফিটেবল একটি টুলস কেননা ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে খুব সহজেই মার্কেটের ট্রেন্ড বোঝা যায় এবং দ্রুত একটি পজিশন নেওয়া ও বন্ধ করা যায়। মেটাট্রেডার ফোর প্লাটফর্মের টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্টে সহজেই ট্রেন্ড লাইন টুলস লাইন টানা যায়।
সর্বোচ্চ দামগুলোকে শুধুমাত্র একটি লাইন আঁকলে আপ ট্রেন্ড লাইন পাওয়া যায় আর সর্বনিন্ম দামগুলোকে লাইন আঁকলে ডাউন ট্রেন্ড লাইন পাওয়া যায়। যদি কোন ক্যানডেল ট্রেন্ড লাইন ক্রস করে ওপরে বা নিচে চলে যায়, তখন বুঝতে হবে ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে। ট্রেন্ডলাইন ট্রেডিয়ের সময় মার্কেট আপট্রেন্ডে থাকে তখন বাই করতে হয়। আবার মার্কেট যখন ডাউনট্রেন্ডে থাকবে তখন সেল করতে হয়। কিন্তু সাইডওয়ে ট্রেন্ডে মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে। তাই সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড না করাই ভাল।

[IMG]https://t5m7g7h3.stackpathcdn.com/wp-content/uploads/2017/05/support1.jpg?x20455[/IMG]