আমার ইন্সাটা ফরেক্স ২য় লেভেল ভেরিফাই প্রথম বারেই হয়ে গিয়েছিল তাই আমি ব্যপাটা আমার জানা নেই যে আপনার ফরেক্স ফোরামের বোনাস দিবে কি না তবে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি ইন্সটা ফরেক্স ব্রোকারের সাথে কথা বলতে পারেন তাহলে আপনার সমস্যা সমাধান হতে পারে।ইন্সটাফরেক্ এর দুটি ভেরিফিকেশন লেবেল রয়েছে।প্রথম লেবেল ভেরিফিকেশনের জন্য ন্যাশনাল আইডি কার্ড এর সামনের সাইড, পিছনের সাইড, এবং ন্যাশনাল আইডিকার্ড হাতে মুখের কাছে নিয়ে ছবি তুলতে হয়। আর দ্বিতীয় লেবেল ভেরিফিকেশন এর জন্য শুধু মাত্র ব্যাংক স্টেটমেন্ট হলেই যথেষ্ট বলে আমি মনে করি।যদি ইন্সটাফরেক্স একাউন্টটি এবং সেখানকার পাসওয়ার্ড আপনি ফোরামে যুক্ত করেন,তবে মাস শেষে আপনার ট্রেডিং একাউন্টে বোনাস চলে যাবে।এক্ষেত্রে ২য় ভেরিফিকেশন না হলে ও চলবে।শুধুমাত্র বোনাস মানি দিয়ে ট্রেড করে যে প্রফিট করবেন,সেটা একাউন্ট সম্পূর্ন ভেরিফাই হওয়া ছাড়া তুলতে পারবেন না।