আমাদের ল্যাপটপ 64 বিট হলে যদি মেটা পাঁচ সেট আপ করি তাহলে মেটা পাঁচ দিয়ে ফোরাম পোস্ট করতে পারব কিনা এ বিষয়ে আমার কোন কিছু জানা নেই। আমি আমার ল্যাপটপের উইন্ডো আট বাদ দিয়ে উইন্ডো সাত করে তাতে মেটা চার ডাউনলোড করেছি। এখন আর কোন সমস্যা হচ্ছে না।