[IMG]http://forex-bangla.com/customavatars/530632809.png[/IMG]
সরকারি সেবার বিল ও সরকারি নানা ধরণের ফি নেওয়ার লক্ষ্যে গতকাল থেকে চালু করা হয়েছে ডিজিটাল ই-প্ল্যাটফর্ম 'এক-পে', যা দিয়ে বর্তমানে একই প্ল্যাটফর্মে সরকারী সকল বিল ছাড়াও সকল ধরনের নাগরিক সুবিধা পাওয়া যাবে। এ ই-পেমেন্ট প্ল্যাটফর্মটিতে ঘরে বসেই জনগণ তাদের সেবার বিল পরিশোধ করতে পারবেন, যা সময় ও খরচ দুটোই বাঁচাবে।বিল পরিশোধের ক্ষেত্রে গ্রাহক নিজে দেশে প্রচলিত যে কোনো ক্রেডিট বা ডেভিড কার্ড ব্যবহার করতে পারবেন। তাছাড়া মােবাইল ব্যাংক বা অন্য কোনো এমএফএস অ্যাকাউন্ট থেকে বিল পরিশোধ করতে পারেবন। যার এমএফএস অ্যাকাউন্ট নেই তিনি এজেন্টের মাধ্যমে বিল দিতে পারবে।