PDA

View Full Version : ফরেক্স মার্কেটে ব্রোকারের ধরন।



md mehedi hasan
2016-01-31, 06:27 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রথমে আমাদের কোন ব্রোকার সাইডের অধিনে একাউন্ট খুলে ট্রেড করতে হয়।ফরেক্স মার্কেটে এই ব্রোকার দুই ধরনের হয়ে থাকে।
১.ডিলিং ডেক্স ব্রোকার ও
২.নো ডিলিং ডেক্স ব্রোকার

basaki
2016-01-31, 06:41 PM
ফরেএক্স মার্কেটে আমি যতটুকূ জানি যে ফরেক্স মার্কেটে দুই ধরনের ব্রোকার হয়ে থাকে একটি হচ্ছে ডিলিং ডেক্স এবং অন্যটি হচ্ছে নন ডিলং ডেক্স। আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তবে আপনাকে আগে ভাল করে বুঝে শুনে একটি ব্রোকারে ট্রেড করতে হবে যাতে করে কোন রিক্স না থাকে।

MotinFX
2016-02-06, 11:34 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে আগে ভাল ব্রোকার নির্বাচন করতে কারন ব্রোকার হল খুব গুরুত্বপুর্ন কারন অনেক সময় ব্রোকার অামাদের কে পেক বাই সেল অপার করে। দুই ধরনের ব্রোকার রয়েছে ডিলিং ডেক্স ব্রোকার, দুই নো ডিলিং ডেক্স ব্রোকার।

Marufa
2016-02-12, 07:02 PM
ফরেক্স মার্কেট এ অনেক ধরনের ব্রোকার রয়েছে । অনেক ব্রোকারে আবার বিভিন্ন ধরনের সেবা রয়েছে । এর মধ্যেও তারা নানা রকম একাউন্টের অফার করে । তবে মূল প্রকারভেদ আমি মনে করি দুইটি । এর মধ্যে একটি হচ্ছে মার্কেট মেকার আর অন্যটি হচ্ছে ইসি্এন । মার্কেট মেকার এর চাইতে ই সি এন ভাল ।

maziz6989
2016-02-13, 01:46 PM
সাধারণত ব্রোকার দুই প্রকার- স্ক্যাম ব্রোকার , রিয়েল ব্রোকার। এর পরে ব্রোকার আর দুই প্রকার- বোনাস দাতা ব্রোকার , নন বোনাস ব্রোকার। আবার ব্রোকার তিন প্রকার- ইসিএন, মার্কেট মেকার , এসটিপি। তবে কোন ব্রোকারে ডিপোজিট করার আগে রিভিউ দেখে নেওয়া ভাল।

abdulguffer
2016-02-13, 06:01 PM
ফরেক্স বাজার হচ্ছে একটি আনরেগুলেটেড মারকেট। তাই স্কেম বরোকার থেকে অবশ্যই বেচে থাকতে হবে । এবং রিয়েল বরোকার বেছে নিতে হবে যাতে বিনিয়োগ করা টাকা গচ্ছা না যায়।

abdulguffer
2016-02-13, 06:16 PM
ফরেক্স বরোকার কে লট এর ভিত্তিতে 3 ভাগে আলাদা করা হয়েছে । তা হচ্ছে
1) মাইক্রো লট বরোকার ,
2) মিনি লট বরোকার ,
3) স্টেনডাড্ লট বরোকার ,

maziz6989
2016-06-01, 10:19 PM
আসলে ভাই ব্রোকারের অনেক ধরণ আছে। মুদ্রা ব্যবস্থাপনা, বাজার ব্যবস্থাপনা , ক্লায়েন্ট হ্যান্ডেল, কমিশণ ইত্যাদি অনেক বিষয়ের উপর এই জিনিসটা নির্ভরশীল। তাই আমি মনে করি এত সব যোগ বিয়োগ গুণ ভাগ না করে আগে আমাদের ট্রেড শিখা উচিত। সব সমস্যার মূল হল আমাদের ট্রেড সম্পর্কে কম জ্ঞান। সবাই কে ধন্যবাদ।

dwipFX
2016-06-05, 05:25 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে ভাল ব্রোকার নির্বাচন করতে হবে কারন ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে দেখতে হবে কোনটা ভাল ব্রোকার, ব্রোকার টি রেগুলেটেড কিনা, ব্রোকারের বাংলাদেশে কোন সাপোর্ট সেন্টার আছে কিনা এই গুলো দেখে ট্রেড করতে হবে।

Sahed
2016-07-24, 07:39 PM
ফেরেক্স এবং ব্রোকার শব্দ দুটি একটি আরেকটির সাথে জড়িত । ফরেক্স ছাড়া ব্রোকার এবং ব্রোকার ছাড়া ফরেক্স অসম্ভব । সাধারনত আমরা যে সকল কোম্পানির মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি থাকে ব্রোকার বলা হয় । ফরেক্স মার্কেটে সাধারনত দুই ধরনের ব্রোকার রয়েছে ।
১। ডিলিং ডেস্ক ব্রোকার এবং
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার ।

Md Masud
2017-05-25, 06:06 PM
আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তবে আপনাকে আগে ভাল করে বুঝে শুনে একটি ব্রোকারে ট্রেড করতে হবে যাতে করে কোন রিক্স না থাকে । সাধারনত আমরা যে সকল কোম্পানির মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি থাকে ব্রোকার বলা হয় । ব্রোকারের বাংলাদেশে কোন সাপোর্ট সেন্টার আছে কিনা এই গুলো দেখে ট্রেড করতে হবে ।

Mamun13
2017-06-01, 01:10 PM
সবাইকেই ধন্যবাদ যে ব্রোকারদের প্রকারভেদ এতো চমৎকার ভাবে বলার জন্য৷আসলে আমরা ট্রেড করতে পারলেও এখনোও অনেক কিছুই জানিনা৷ব্রোকার বা আমাদের ট্রেডিং ফ্লাটফর্ম কিন্তু খুবই গুরুত্ব পূর্ণ বিষয়৷একাউন্ট খোলার আগে অবশ্যই ঐ ব্রোকারের সব তথ্য আমরা দেখে-বুঝে যাচাই করে নিবো৷তারা কী মার্কেট মেকার ব্রোকার ? না কী ই.সি.এন ব্রোকার ? এস.টি.পি. ব্রোকার ? ডিলিং ডেস্ক ব্রোকার না কী নন ডিলিং ডেস্ক ? আন্তর্জাতিক রেগুলেটেড না কী নন রেগুলেটেড ? স্ক্যাম না রিয়েল ? কী ধরনের সুবিধা অফার করছে ? ডিপোজিট বোনাস দেয় ? তাদের অন্যান্য সকল বিষয় ভালো করে রিভিউ করতে হবে৷

Rahat015
2017-06-16, 12:18 PM
ফরেক্স মার্কেট এ আপনি ট্রেড করতে হলে আপনাকে একটা প্লাটফর্ম এ আসতে হবে। আর প্লাটফর্ম এ আসার জন্য আপনাকে ব্রোকার নির্বাচন করতে হবে। ধরন অনুযায়ী ফরেক্স ব্রোকার ও বিভিন্ন রকম হইয়ে থাকে । তবে আপনাকে বেস্ট ব্রোকার সিলেক্ট করতে হ্নবে। আমি মনকরি আমাদের জন্য ইন্সটাফরেক্স এ বেস্ট ব্রোকার।