PDA

View Full Version : ফরেক্স মার্কেটে নো-ডিলিং ডেক্স ব্রোকার কি



md mehedi hasan
2016-01-31, 10:06 PM
আমরা যখন ট্রেড ওপেন করি অর্থাৎ যে ব্রোকার ট্রেডারদের ট্রেড এর বিপরীতে কোন ট্রেড ওপেন রেনা কেবল মাত্র ওপেনকৃত ট্রেড থেকে কমিশন লাভ করে তাকে নো-ডিলিং ডেক্স ব্রোকার বলে।এই সকল ব্রোকারে ট্রেড ওপেন করতে কোন রকম সময় লাগেনা :bravo:

MotinFX
2016-02-06, 11:14 AM
আমি ফরেক্স মার্কেটে নতুন এই সকল ব্রোকার সম্পর্কে সম্পর্কে কোন ধারনা নেই আপনাদের মাধ্যমে জানতে পারলাম নো ডিলিং ডেক্স ব্রোকার। এই ধরনের ব্রোকার গুলোতে কমিশন কেমন কাটে সেই সম্পর্কে বিস্তারিত বললে অনেক উপকার আসবে। এই ব্রোকার কি ইন্সটা ফরেক্স ব্রোকারে আছে।

Marufa
2016-02-23, 07:15 PM
ফরেক্স মার্কেট এ অনেক রকমের ব্রোকার রয়েছে । ব্রোকার এর কত যে ধরন আর রকম রয়েছে তা বলে শেষ করা যাবে না । আবার অনেক ব্রোকার এক সাথে বিভিন্ন রকম সার্ভিস দেয় । আবার অনেক ব্রোকার বিভিন্ন ধরনের একাউন্ট অফার করে । আসলে বইয়ের ভাষার সাথে বাস্তবতা অনেক বেশি আলাদা ।

basaki
2016-03-19, 01:25 PM
ফরেক্স মার্কেটে কত ধরনের ব্রোকারের না শুনেছি কিন্তু আপনি যেটার কথা বলছেন তার সম্পর্কে আমার কোন প্রকার ধারনা নাই তাই আমি এই ব্যবপারটা সম্পর্কে কিছুই বলতে পারবেওনা বলে আমি অনেক দুক্ষিত। তবে আমি যদি কার কাছে জানতে পারি তবে আপনাদের সাথে ব্যবপারটা সিয়ার করবো।

Sahed
2016-07-27, 11:34 AM
ফেরেক্স এবং ব্রোকার শব্দ দুটি একটি আরেকটির সাথে জড়িত । ফরেক্স ছাড়া ব্রোকার এবং ব্রোকার ছাড়া ফরেক্স অসম্ভব । সাধারনত আমরা যে সকল কোম্পানির মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি থাকে ব্রোকার বলা হয় । ফরেক্স মার্কেটে সাধারনত দুই ধরনের ব্রোকার রয়েছে ।
১। ডিলিং ডেস্ক ব্রোকার এবং
২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার ।

vodrolok
2016-09-09, 01:39 AM
ফরেক্স মার্কেটে ডিলিং ডেস্ক আর নো ডিলিং ডেস্ক দিয়ে ব্রোকারের কোয়ালিটি বুঝা যায়। ভালো ব্রোকাররা সাধারণত নো ডিলিং ডেস্ক হয়ে থাকে। আর যারা নিখুঁত অনেক করে ট্রেড করতে চায় তাদের জন্য তো ডিলিং ডেস্ক মহা আবশ্যক। কারণ ডিলিং ডেস্ক ব্রোকারদের অনেক সময়েই টার্মিনালে অস্বাভাবিক তথ্য প্রদর্শন করতে দেখা যায়। এবং ট্রেডারদের লসে তারা ইনকাম করে।

Mamun13
2017-09-14, 09:44 PM
ডিলিং ডেস্ক ব্রোকারগণ তাদের ক্লায়েন্টদের বিপরীতে তারা নিজেরা ট্রেড ওপেন করে থাকেন এবং যদি তাদের ক্লায়েন্টদের লস হয় তাহলে ব্রোকারের প্রফিট হয়ে থাকে৷অর্থাৎ তাদের ক্লায়েন্টগণ যে পরিমাণ লস করছে ব্রোকার ঐ পরিমাণ প্রফিট পেয়ে যায়৷খুবই অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারদের জন্যই এই ডিলিং ডেস্ক ব্রোকার উপযুক্ত ব্রোকার৷আর নতুন ট্রেডারদের জন্যই নো ডিলিং ডেস্ক ব্রোকার ভালো হবে৷কারন নো ডিলিং ডেস্ক ব্রোকার তাদের ক্লায়েন্টদের বিপরীতে কোনোও ট্রেড ওপেন করেন না এবং সামান্য স্প্রেডটাই শুধু নিয়ে থাকেন৷