PDA

View Full Version : নিউজ ট্রেডিং



Alan Benet
2016-01-31, 10:30 PM
ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায় and Forex Factory। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এসব প্রতিষ্টানে bloomberg, cnbc এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে। এই forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।
যারা স্কালপিং করেন তাদের জন্য নিউজ ট্রেডিং আশীর্বাদস্বরুপ কারণ নিউজ রিলিজ হওয়ার ৫-১০ মিনিটেই ৩০-৫০ পিপস মুভ হতে পারে। সেটা নির্ভর করে কতটুকু গুরুত্বপূর্ণ নিউজ সেটার উপরে।

Marufa
2016-02-01, 04:18 PM
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং খুবই গুরুত্বপূর্ণ । কারন ফরেক্স মার্কেট মূল মুভ করে নিউজ এর ওপর নির্ভর করে । যত ভাল নিউজ আসবে মার্কেট তত উপরে উঠবে । তাই নিউজ সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ । নিউজ ট্রেডিং করে সহজেই মুনাফা অর্জন করা সম্ভব যদি নিউজ ট্রেডিং সম্পর্কে খুব ভাল ধারনা থাকে । নিউজ ট্রেডিং এর নিদির্ষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে ।

yasir arafat
2016-04-04, 02:47 PM
ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায় and Forex Factory। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এসব প্রতিষ্টানে bloomberg, cnbc এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে। এই forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।
যারা স্কালপিং করেন তাদের জন্য নিউজ ট্রেডিং আশীর্বাদস্বরুপ কারণ নিউজ রিলিজ হওয়ার ৫-১০ মিনিটেই ৩০-৫০ পিপস মুভ হতে পারে। সেটা নির্ভর করে কতটুকু গুরুত্বপূর্ণ নিউজ সেটার উপরে।

সুতরাং আমি আমার স্ট্রাটেজিটার সাথে আমি নিউজগুলো ফলো করি এবং সে অনুযায়ী ট্রেড করে ভাল একটা ফলাফল পায়।এছাড়া বিভিন্ন সিগনাল সাইটে বিভিন্ন সিগনাল রিলিজ হয়।আমরা চাইলে সেগুলো দেখেও ট্রেড করতে পারি।

Md Masud
2017-03-29, 06:51 PM
অামরা নিউজ ট্রেডিং করব কখন যখন অামরা দক্ষ ট্রেডার হব তখন । অামরা দক্ষ ট্রেডার হতে চাইলে অবশ্যই অামাদের সেই পরিমানে কাজ করতে হবে । যে যত বেশী কাজ করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা বেশী বেশী কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা সফলকাম হতে পারব । অামরা নিউজ ট্রেডিংয়ের সময় ডেমো করব তারপর ও রিয়েল দিয়ে ট্রেড করব না ।

Nur Alam
2017-04-02, 01:20 PM
আমরা যখন একজন দক্ষ ট্রেডার হব তখনই আমরা নিউজ ট্রেডিং করব । ফরেক্স মার্কেটিং এ একজন অভিজ্ঞ ট্রেডার হতে হলে অবশ্যয় আমাদের সে অনুযায়ি কাজ চালিয়ে যেতে হবে। সফলতার চেষ্টা করে যেতে হবে। তাহলে ফরেক্স মার্কেটিং থেকে আপনি ভাল রকম প্রফিট পেতে পারবেন। আপনি যত বেশি কাজ করবেন আপনার সফলতা তত নিকটে আসবে। আমরা নিউজ ট্রেডিং এর সময় বেশি বেশি ডেমো ট্রেড করব।

H M R Al Amin
2017-04-10, 01:12 PM
ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডার ব্যতিত নিউজের সময় ট্রেড করা মারাত্বক রিকস্ । আপনি যদি মার্কেট ভাল করে না বুঝেন তাহলে আপনি নিউজের সময় ট্রেড করবেন না তাহলে আপনি ধরা খেয়ে যাবেন । ফরেক্স এ নিউজের সময় ট্রেড করতে হলে আপনাকে ভাল দক্ষতা অর্জন করতে হবে মার্কেট সম্পর্কে । দক্ষ ট্রেডার ছাড়া নিউজের সময় ট্রেড করলে লাভবান হওয়া যাবে না ।

jasminbd
2018-05-22, 12:15 PM
ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ সময় 3:00pm মুদ্রাস্ফীতি প্রতিবেদন শুনানি প্রকাশ করবে। এখানে BOE গভর্নর এবং এমপিসি সদস্যদের বক্তয়ের থাকে। এই মিটিং এর ইন্টারেস্ট রেট কি হবে অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়বে না কমবে নাকি স্থির থাকবে সেটি নিয়েও আলোচনা করা হয়। তাই বলা যায় যে এই প্রকাশের পর GBP ভোলাটিলিটি বাড়তে পারে। মুদ্রানীতি যদি প্রত্যশার চেয়ে কঠোর হয় তাহলে তা ইউরোকে GBP করবে তার যদি মুদ্রানীতি যদি প্রত্যশার চেয়ে সহজ হয় তাহলে তা GBP দুর্বলকে করবে। এছারাও আজ GBP এর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে আর সেই নিউজগুলো হল, সিবিআই শিল্প আদেশের প্রত্যাশা, পাবলিক খাতে নেট ঋণ। তাই নিউজ ট্রেডারা এই কারেন্সি তে ট্রেড নিতে পারেন।